রুহুল আমিন::
দেবহাটায় ইউএনও’র মোবাইল কোটের মাধ্যমে প্রতারণার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার(১০ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার বসন্তপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাজু হোসেন (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে প্রতারনামূলকভাবে পারশে মাছের বাচ্ছা ভাঙ্গান মাছের বাচ্ছা বলে বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন ইউএনও সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউপি সদস্যা ফাতেমা খাতুন ও প্রেম কুমার ও রওনাক উল ইসলাম (রিপন) প্রমূখ। এসময় ইউএনও সাজিয়া আফরীন সকল অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply