শাহিনুর ইসলাম::
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৯ এর বৃত্তি ফলাফলে দেবহাটা উপজেলার শীর্ষ অবস্থানে বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। জানা যায় যে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেবহাটা উপজেলা থেকে মোট ৩২ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে এই স্কুল থেকে ১৩জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শৌর্য দেব বিশ্বাস (অরূপ), রাসেল, হিদ, ইমন সাকিব, অনন্য, মাহিয়া, আইভি ও তিথীসহ মোট ৯জন এবং রাজিয়া খাতুন, মুশাইদা, তামিমুন ও তারেক ৪জন সাধারন বৃত্তি লাভ করেছে। ভালো ফলাফল উপহার দেওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা অত্র স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান। বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ বলেন, আমার এই স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট ২৭জন জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে বৃত্তি লাভ করেছে ১৩জন, বিদ্যালয়ের সকল শিক্ষকদের কঠোর পরিশ্রম, আত্ন বিশ্বাস এবং ছাত্রছাত্রীদের চেষ্টার ফলে এমন ভালো ফলাফল হইছে। তারা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে তার জন্য সবার কাছে তিনি দোয়া চাইছেন।
Leave a Reply