শাহিনুর ইসলাম::
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ের বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাম প্রসাদের পুত্র শৌর্য দেব বিশ্বাস (অরূপ) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৯ এর (ট্যালেন্টপুলে) বৃত্তি লাভ করেছে। সে বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। তার প্রাপ্ত নম্বর ৫৮৯। সে ভবিষ্যতে হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। সবাই দোয়া করবেন সে যেন বড় হয়ে আরও ভালো কিছু করতে পারে।
Leave a Reply