স্টাফ রিপোটার: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় ব্যক্তির রান্নাঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বহেরা গ্রামের মৃত আজিজ সরদারের পুত্র মো. রুহুল আমিন বাদী হয়ে গত ১৭এপ্রিল দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মৃত আজিজ সরদারের পুত্র মো. রুহুল কুদ্দুসের সাথে একই গ্রামের মৃত নুর মোহাম্মদ শাহাজীর ছেলে ওহাব শাহাজী জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে শুক্রবার আনু: ভোর ৬টায় নুর মোহাম্মদ শাহাজীর ছেলে ওহাব শাহাজী ও তার স্ত্রী মাছুরা খাতুন, তাদের পুত্র মোছাদ্দেক ও মোফাজ্জেল, মৃত মাজেদের পুত্র মোকলেছুর রহমান (বাবু) সিমেন্টের খুটি ও টালির ছাউনী বিশিষ্ট রান্নঘর ভাংচুর করে ১৫হাজার টাকার মত ক্ষতি করে এবং বিভিন্ন হুমকি দেয়। এবিষয়ে অভিযোগকারী রুহুল কুদ্দুস জানায়, আমি এই জমিতে প্রায় ২৬ বছর বসবাস করে ভোগ দখল করে আসিতেছি। কিন্তু উল্লেখিত বিবাদীগন লোভের বশবতী হইয়া আমার জমি জোরপূর্বক দখল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। আমি তদন্তপূর্বক সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। বিবাদী ওহাব শাহাজী জানান, ঐ সম্পতি আমাদের। আমাদের কাছে সকল কাগজপত্র আছে। কেউ জোরপূর্বক আমাদের সম্পতি দখল করে রাখবে এটা হয় না।
Leave a Reply