শাহিনুর ইসলাম: দেবহাটার কুলিয়ায় কৃষকের ধান কেটে দিল কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে করোনায় গ্রামাঞ্চলে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারন সম্পাদকের আহ্বানে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশক্রমে কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ স্বেচ্ছায় শ্রম দিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে।শুক্রবার (২৪/০৪/২০) সকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের দুই কৃষকের জমির পাকা ধান কাটা দিয়ে একার্যক্রম শুরু করে কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: বকুল হোসেন ও মহররম ইসলাম বাবু সহ সংগঠনের অন্যান্যে সদস্যরা।কৃষকরা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে পাকা ধান কাটতে না পারা কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে সহযোগিতা করেছে। তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জনসাধারণ। তাদের এই কাযক্রম চলমান থাকবে বলে জানা যায়।
Leave a Reply