স্টাফ রিপোটার:: ঘূনিঝড় আম্পানের ভয়াল তান্ডবে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসাটি লন্ডভন্ড হয়ে গেছে। বেতনহীন শিক্ষকদের মাথায় হাত উঠেছে। এই মাদ্রাসাটি ৬রুম বিশিষ্ট এবং ২০০০সালে স্থাপিত হয়। অনেক কষ্টে শিক্ষকরা মাদ্রাসা পরিচালনা করে আসছে কিন্তু আম্পানের ভয়াল ছোবলে এই মাদ্রাসার ক্লাসরুম ও অফিসের চাল উড়ে গেছে এবং অসংখ্য গাছ উপড়ে পড়ে বড় সর্বনাশ হয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় পুরো মাদ্রাসা লন্ডভন্ড অবস্থা এবং সব কিছু একাকার হয়ে গেছে। মাদ্রাসার অফিস কক্ষ, শ্রেণী কক্ষ ঝড়ে তছনছ। মাদ্রাসার অফিস কক্ষের উপর ও ক্লাসরুমের উপরে বিশাল বিশাল গাছ পড়ে আছে। এছাড়া আম, মেহগনি, শিশুগাছ সহ কমপক্ষে ২৫টির বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হবে। বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওয়ালিদ হুসাইন বলেন, গত ২০মে রাতে সুপার সাইক্লোন ঘূণিঝড় আম্পানের তান্ডবে সবকিছু ভেঙ্গেচুরে তছনছ হয়ে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাদ্রাসা চত্বরের একাধিক গাছ উপড়ে পড়েছে। অফিসের কম্পিউটার, সিলিংফ্যানসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হয়েছে। তিনি আরো বলেন আমাদের মাদ্রাসাটি এখনো পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। আমরা প্রায় ২০বছরের মত এখানে বেকার খাটছি, তাতে আবার মাদ্রাসার এই অবস্থা।
Leave a Reply