মো: ওমর ফারুক মুকুল:: দেবহাটা উপজেলার চারটি ইউনিয়নে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ৪৩টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) সকাল ১০টায় হাদিপুর হাটখোলা ঢাকা আহছানিয়া মিশনের অফিসে প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: আ: কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: মুজিবর রহমান। এসময় তিনি ৪৩টি প্রতিবন্ধী পরিবারের মাঝে চাউল ৩৫কেজি, মুশুরের ডাল ২ কেজি, সোয়াবিন তেল ২লিটার, কলা ২কেজি, আপেল ১কেজি এবং ৩০টি মুরগীর ডিম বিতরণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সম্পাদক ওমর ফারুক মুকুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল হোসেন, সিডিপি কমিটির সদস্য মো: আ: হান্নান ও মাহমুদুল হাসান। উল্লেখ্য যে, ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া, দেবহাটা, কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়রে ১০০ দুস্থ এতিম বাচ্চাদের নিয়ে তারা এমন ভাবে কাজ করে আসছে এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
Leave a Reply