শাহিনুর ইসলাম:: এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন মালদ্বীপ প্রবাসী রুবেল ইসলাম ইতোমধ্যে তিনি এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার গ্রামে তার বাড়ি। প্রবাসে থেকেও তিনি ভুলে যাননি নিজ এলাকার দুঃখী মানুষের কথা। শেকরের টানে দেশের মানুষের কথা শুনে সব সময়ই এগিয়ে এসেছেন মালদ্বীপ এই প্রবাসী। তিনি মসজিদ মাদ্রাসায় দান করে যাচ্ছেন। কেউ অসুস্থ থাকলে তাদের খোজখবর নেন পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। এলাকার গরীব ছাত্রছাত্রীদের তিনি সহযোগিতা করছেন। বর্তমানে তিনি মালদ্বীপে অবস্থান করছেন। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এলাকার মানুষের কষ্ট দেখে বসে থাকা যায় না আমি আমার নিজ সামর্থে গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। এভাবে যারা সমাজের বিত্তবান আছেন সবাই যদি মানুষের পাশে দাড়ান তাহলে হয়তো সমাজের সকল মানুষের সময় দুঃখ দুর্দশা এক সময় থাকবে না। তিনি আরো বলেন আমার এলাকার মানুষের জন্য আরো কিছু করার ইচ্ছা আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply