ওমর ফারুক মুকুল:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫আগষ্ট) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কুরআন শরিফ তেলওয়াত, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য বিকাশ সরকারের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাতক্ষীরা জেলা শাখার অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল গফ্ফার, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নুর মোহম্মদ, আজিজুল ইসলাম ও রাখাল চন্দ্র পরা মল্লিক। এসময় কুলিয়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলিপ কুমার ও সাধারন সম্পাদক রঞ্জন মল্লিক, ১ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মোসলেম আলী মোল্ল্যা, ইউপি সদস্য ভরত চন্দ্র, অচিন্ত কুমার মন্ডল, রওনক-উল-ইসলাম(রিপন), প্রেম কুমার ও কুলিয়া সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা সহ সকল ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান বৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply