নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সদ্য পদত্যাগী পরিচালক হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী মারা গেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।
শনিবার দুপুর দুটায় হাটহাজারী মাদ্রাসায় আহমদ শফীর জানাজা অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই মাদ্রাসার সহকারী পরিচালক শেখ আহমদ।
জানাজার পর মাদ্রাসা প্রাঙ্গনে মসজিদের পাশেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, শাহ আহমদ শফীর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে। তার বাবার নাম বরকম আলী, মা মোছাম্মাৎ মেহেরুন্নেছা বেগম। আহমদ শফী দুই ছেলে ও তিন মেয়ের জনক।
তার দুই ছেলের মধ্যে আনাস মাদানি হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক। অন্যজন মাওলানা মোহাম্মদ ইউসুফ পাখিয়ারটিলা কওমি মাদ্রাসার পরিচালক।
দ্ধাপরাধীদের বিচারের দাবিতে ২০১৩ সালে গণজাগরণ আন্দোলন শুরুর পর তার বিরোধিতায় হেফাজতে ইসলামকে নিয়ে মাঠে নেমে আহমদ শফী সারা দেশে পরিচিতি পান।
Leave a Reply