নিজস্ব প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ভাটা বায়তুল মামুর জামে মসজিদে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদের সহধমিণীর জন্য দোয়া করা হয়েছে। তার সুস্থতা কামনায় শুক্রবার জুম্মার নামাজের সময় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। উল্লেখ্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বর্ষীয়ান জননেতা মুনসুর আহমেদ মামার সহধর্মিনী (১৫সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ হলে খুলনা হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভতির পর অবস্থার অবনতি হলে পর দিন এয়ার আম্বুলান্স যোগে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় জেলা পরিষদ সদস্য আলফা ভাটা বায়তুল মামুর জামে মসজিদের জন্য একটি ক্লাসিকাল গেইট দেওয়ার কথা জানান এবং সকলের কাছে দোয়া চান।
Leave a Reply