মো: ওমর ফারুক মুকুল:: দেবহাটায় আম্পানে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরন করা হয়েছে। সোমবার বিকালে নিরচিনতাপুর, শাহাজানপুর ও খেজুরবাড়ীয়া গ্রামের পিয়ার আলী, খায়রুল শেখ, রাশেদা খাতুন, নাসিমা খাতুন, ফতেমা খাতুন, হামিদা, আকলিমা, নাজমা, ছফুরা, জাহানারা, ফাতেমা ও আমজাদ হোসেনের হাতে এক ব্যান্ডেল করে ঢেউ টিন তুলে দেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। উল্লেখ্য, আম্পানে ঝড়ের কারনে দেবহাটা উপজেলায় অনেক পরিবারে ক্ষয়ক্ষতি হয় তাদের মধ্যে অনেক পরিবার কোন ধরনের অনুদান পায়নি। তারই প্রেক্ষিতে জেলা পরিষদ সদস্য নিজে গিয়ে তাদেরকে ব্যক্তিগত ভাবে এক ব্যান্ডেল করে ঢেউ টিন উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরহাদ হোসেন (হিরা), সিরাজ ও মোকলেছ।
Leave a Reply