October 30, 2020, 4:43 pm

দেবহাটায় সম্প্রদায়ের সম্পৃক্ত বজায় রাখার আহবান জেলা পরিষদ সদস্যে আলফার

ওমর ফারুক মুকুল:: সাতক্ষীরা জেলার অন্যতম উপজেলা দেবহাটা। এখানে মানুষেরা একে উপরের প্রতি সম্প্রদায়ের সম্পৃক্ত বজায় রেখে চলাচল করে আসছে। গত ১৬ অক্টোবর শুক্রবার জুম্মার সময় দেবহাটা নারকেলিয়া জামে মসজিদে জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা বলেন, আমরা চাই দেবহাটা উপজেলার মানুষ একে উপরের মাঝে সম্পৃক্ততা বজায় রেখে পূর্বের ন্যায় আরও পড়ুন