ওমর ফারুক মুকুল:: সাতক্ষীরা জেলার অন্যতম উপজেলা দেবহাটা। এখানে মানুষেরা একে উপরের প্রতি সম্প্রদায়ের সম্পৃক্ত বজায় রেখে চলাচল করে আসছে। গত ১৬ অক্টোবর শুক্রবার জুম্মার সময় দেবহাটা নারকেলিয়া জামে মসজিদে জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা বলেন, আমরা চাই দেবহাটা উপজেলার মানুষ একে উপরের মাঝে সম্পৃক্ততা বজায় রেখে পূর্বের ন্যায় চলাচল করবে কারো মধ্যে কোনো দ্বিধাদন্দ থাকবে না। মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না যার ধর্ম সে পালন করবে। কেউ কোন ধর্মীয় আঘাত হানবে না এই সম্প্রতি বজায় রেখে দেবহাটা উপজেলাকে উন্নয়নের ধারায় আরো এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। এসময় মুসল্লিদের উদ্দেশ্যে আরো বলেন, মসজিদ আল্লাহর ঘর এখানে কাধে কাধ মিলিয়ে ইবাদত করতে হবে এবং সকলকে জামায়তের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তাহলে মহান আল্লাহ খুশি হবে এবং মসজিদে কোন প্রকার উস্কানীমূলক কথা না বলার জন্য ইমামদের প্রতি সদয় আহবান জানান। এসময় মসজিদ কমিটির সভাপতি প্রভাষক হাফিজুর রহমান, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা ও সাধারন সম্পাদক রাসেল আহমেদ সহ মসজিদের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply