ওমর ফারুক মুকুল:: দেবহাটায় ৪৯তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। তিনি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। যে কাজ একার পক্ষে সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে করলে সফলতা আসবেই। দশ জন মিলে মিশে কাজ করলে সে কাজে জয় পরাজয় যাই হোক না কেন তাতে লজ্জার কিছু নাই। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে বৃহত্তর পুজি গড়ে তোলা সম্ভব। এ পুজি সঠিক ভাবে বিনিয়োগ সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে। ছোট ছোট বালুকার কনা বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগরও অতল। বেকারত্ব দুর করে দেশের যুব সমাজকে মানব সম্পদে পরিনত করতে সমবায়ের অবদান সবার আগে। এসময় সাংবাদিক ওমর ফারুক মুকুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
Leave a Reply